skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollনির্দল প্রার্থীর প্রত্যাবর্তন, কংগ্রেসের আসন বেড়ে ১০০  
Congress 100

নির্দল প্রার্থীর প্রত্যাবর্তন, কংগ্রেসের আসন বেড়ে ১০০  

১,০০,০৫৩ ভোটে পেয়ে হঠিয়ে দেন দুইবারের বিজেপি সাংসদ সঞ্জয় পাতিলকে

Follow Us :

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে (Loksabha Elections 2024) জয়ী এনডিএ (NDA) জোটের বৈঠকে কটাক্ষ করে নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেছিলেন, তিনবার পরপর ১০০ আসনও জিততে পারল না কংগ্রেস (Congress)। ২০১৪ সালে ৪৪, ২০১২ সালে ৫২টি আসন জেতার পর এবার গ্র্যান্ড ওল্ড পার্টি জিতেছে ৯৯টি আসনে। সেঞ্চুরি করতে স্রেফ একটা আসন বাকি ছিল। সেই খামতি পূরণ করলেন মহারাষ্ট্রের সাংলি (Sangli) কেন্দ্র থেকে জয়ী নির্দল প্রার্থী বিশাল পাতিল।

জয়ের পর কংগ্রেসের প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছেন তিনি। ফলে তাদের আসন সংখ্যা হল ১০০ এবং ইন্ডিয়া জোটের (INDIA bloc) আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৫। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) বিশালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সামাজিক ন্যায়, সাম্য, স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা ছত্রপতি শিবাজি মহারাজ, মহাত্মা জ্যোতিবা ফুলে, বাবাসাহেব আম্বেদকরের মতো মহানদের প্রতি যথোপযুক্ত শ্রদ্ধাজ্ঞাপন হল বিশালের এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: কিসান নিধির কিস্তিতে স্বাক্ষর, কুর্সিতে বসে মোদির প্রথম কাজ  

কে এই বিশাল পাতিল?

 

বংশ পরম্পরায় কংগ্রেসি এবং গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বিশাল পাতিলের পরিবার। তাঁর ঠাকুর্দা বসন্তদাদা পাতিল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাবা প্রকাশ বাপু পাতিলও সাংসদ ছিলেন। ভাই প্রতীক পাতিল ইউপিএ সরকারে প্রতিমন্ত্রী ছিলেন।

বিশাল নিজেও কংগ্রেসেরই নেতা। মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে প্রার্থী ভাগাভাগি হওয়ায় সাংলি থেকে কংগ্রেসের টিকিট পাননি তিনি। কংগ্রেসের হয়ে কেউই প্রতিদ্বন্দ্বিতা করেননি এই কেন্দ্র থেকে কারণ শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর প্রার্থীকে আসন ছাড়তে হয়েছিল। তাই নির্দল হিসেবেই লড়ার সিদ্ধান্ত নেন বিশাল। মহাবিকাশ আঘাড়ি (ইন্ডিয়া) এবং মহাযুক্তি (এনডিএ), দুই শিবিরের প্রার্থীকেই ধরাশায়ী করেন তিনি। ১,০০,০৫৩ ভোটে পেয়ে হঠিয়ে দেন দুইবারের বিজেপি সাংসদ সঞ্জয় পাতিলকে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular